ফ্রি হজে যাচ্ছেন ক্রাইস্টচার্চের হামলায় ক্ষতিগ্রস্ত ২০০ জন

প্রকাশ | ২২ জুলাই ২০১৯, ২০:৪২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
ফাইল ছবি

চলতি বছর নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারীর গুলিতে ক্ষতিগ্রস্ত পরিবারের ২০০ সদস্যকে বিনামূল্যে হজ করাচ্ছে সৌদি আরব। দেশটির বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে এই তথ্য। বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ নির্মূল প্রকল্পের আওতায় সৌদি রাজ পরিবার এই উদ্যোগ নিয়েছে বলে খবরে বলা হয়।

গত মার্চে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারী এক শ্বেতাঙ্গ সন্ত্রাসীর হামলায় ৪৯ জন নিহত হয়। ওই ঘটনায় তিনজন বাংলাদেশিও নিহত হন। অল্পের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কয়েকজন সদস্য হামলা থেকে রক্ষা পান। নিউজিল্যান্ডের একটি আদালতে ওই হামলাকারীর বিচার চলছে।

এসপিএ তাদের প্রতিবেদনে জানায়, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারের ২০০ সদস্যকে এবার হজ করানো হচ্ছে। সৌদি ধর্ম মন্ত্রণালয়ও এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে।

সৌদি আরবের ধর্মমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল আল-শেখ এই উদ্যোগ নেয়ায় বাদশাহর উদারতার প্রশংসা করেন।

(ঢাকাটাইমস/২২জুলাই/আরআর/জেবি)