জাপানে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

প্রকাশ | ২২ জুলাই ২০১৯, ২১:৫৭

হাসিনা বেগম, জাপান

বাংলা সাহিত্যের দুই কিংবদন্তি রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন করেছে জাপানস্থ বাংলাদেশ দূতাবাস।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে দূতাবাসের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে রবিবার দুপুরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অতিথিদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। 

অনুষ্ঠানে অংশ নেয়া প্রবাসী সাংস্কৃতিক কর্মীদের উত্তরীয় পরিয়ে দেন রাষ্ট্রদূত।

এরপর এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন প্রবাসী সাংস্কৃতিক কর্মীরা।

সবশেষে সকলের অংশগ্রহণে সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন দূতাবাসের দ্বিতীয় সচিব তুশিতা চাকমা।

(ঢাকাটাইমস/২২জুলাই/এলএ)