এবার টেস্ট ক্রিকেটেও জার্সি নম্বর ও নাম

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুলাই ২০১৯, ১৫:৪৪

প্রথা ভেঙে টেস্ট ক্রিকেটেও এবার জার্সি নম্বর ও খেলোয়াড়ের নাম। আসন্ন অ্যাশেজ সিরিজেই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সাদা জার্সির পিছনে লেখা থাকবে খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর।

সীমিত ওভারের ক্রিকেটে এই প্রথা বেশ কয়েক বছর হল চালু হলেও এতদিনে টেস্ট ক্রিকেটে তার অভিষেক ঘটতে চলেছে। ইংল্যান্ড দলের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এর মধ্যেই দলের অধিনায়ক জো রুটের নতুন জার্সি পরা ছবি দিয়ে ক্যাপশনে লেখা হয়েছে, ‘টেস্ট শার্টের পিছনে নাম ও নম্বর।’

চলতি বছরের শুরুর দিকে শোনা গিয়েছিল, ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার আসন্ন অ্যাশেজ সিরিজে ক্রিকেট কিটের আধুনিকীকরণ হতে চলেছে। এবার তা বাস্তবায়িত হচ্ছে।

টেস্ট ক্রিকেটের পরম্পরা ভেঙে এই পরিবর্তন নিয়ে টুইটারে দ্বিধাবিভক্ত ক্রিকেটপ্রেমীরা। কারও মতে, ‘জামার পিছনে লেখা নম্বর ও নাম কী সুবিধা দেবে তা বলতে পারব না। মনে হচ্ছে, বিজ্ঞাপনের কথা ভেবেই এই পরিবর্তন আনা হয়েছে।’

(ঢাকাটাইমস/২৩ জুলাই/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :