জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১৬:১৪ | প্রকাশিত : ২৩ জুলাই ২০১৯, ১৫:৫৩
জি এম কাদের (ফাইল ছবি)

জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। নেতৃত্বের প্রশ্নে জাতীয় পার্টিতে কোনো দ্বন্দ্ব বা বিভেদ নেই বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।

মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে এ কথা বলেন তিনি।

গত ৪ মে রাতে সাংবাদিকদের বাসায় ডেকে ছোট ভাই কাদেরকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার ঘোষণা দেন এরশাদ। ১৪ জুলাই রাজধানীর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এরশাদের মৃত্যুর চার দিন পর জিএম কাদেরকে দলের নতুন চেয়ারম্যান করা হয়েছে বলে জানিয়েছিলেন দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

তবে গতকাল রাতে দলটির পক্ষ থেকে হাতে লেখা একটি বিবৃতি পাঠানো হয়। বিবৃতিতে জানানো হয়, যথাযথ ফোরামে আলোচনা করে জিএম কাদেরকে দলের চেয়ারম্যান ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়নি।

হাতে লেখা বিবৃতির প্রসঙ্গে জিএম কাদের বলেন, ‘বিবৃতিটি হাতে লেখা ও কাঁচা। এটা বিশ্বাস ও গ্রহণযোগ্য নয়।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘এরশাদ আমাদের পরিবারে পিতৃতুল্য ছিলেন, সেইভাবেই বেগম রওশন এরশাদ আমাদের মায়ের মতো।’ বলেন, পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কাজ করেছি। এখনো পল্লীবন্ধুর নির্দেশনাতেই চেয়ারম্যান হিসেবে কাজ করছি।

জি এম কাদের বলেন, জাতীয় পার্টির নেতৃবৃন্দ গঠনতন্ত্র অনুসরণ করেই চেয়ারম্যান ঘোষণা করেছেন। তারা যে নামেই সম্বোধন করবে তাতে কোনো সমস্যা নেই। জাতীয় পার্টিতে কাজ করাটাই আসল কথা। কোনো সমস্যা থাকলে আমরা আলাপ-আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করব।

এর আগে দলের বনানী অফিসে বন্যার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ত্রাণ ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন জি এম কাদের। আগামীকাল বুধবার দুপুরে জাপা চেয়ারম্যান জামালপুরের ইসলামপুরে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবেন।

এ সময় উপস্থিত ছিলেন- পার্টির উপদেষ্টা আশরাফ উদ-দৌলা, ভাইস চেয়ারম্যান দেওয়ান আলী, মোস্তাকুর রহমান মোস্তাক, যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়, মনিরুল ইসলাম মিলন, যুগ্ম দপ্তর সম্পাদক এম এম রাজ্জাক খান প্রমুখ।

ঢাকাটাইমস/ ২৩জুলাই/এসএস/এমআর

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :