শাহজালালের ওরসে হাসিনা-খালেদার পক্ষে গিলাফ

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১৬:৫০ | প্রকাশিত : ২৩ জুলাই ২০১৯, ১৬:৩০

সিলেটে গিলাফ চড়ানোর মধ্য দিয়ে উপমহাদেশের অন্যতম ইসলাম প্রচারক হজরত শাহজালাল (রহ.) এর ৭০০তম ওরস শুরু হয়েছে। এ উপলক্ষে দেশ-বিদেশের লাখো ভক্ত-অনুরাগীর ঢল নেমেছে দরগাহ প্রাঙ্গণে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে মাজারে গিলাফ ছড়ানোর মাধ্যমে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মাজারে গিলাফ দেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

আর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে গিলাফ দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আরিফুল হক চৌধুরী।

দুই দিনব্যাপী ওরস উপলক্ষে দরগাহ সেজেছে উৎসবের সাজে। দলবেঁধে আসা দেশ-বিদেশের ভক্তদের হাতে ছিল নানা রঙয়ের গিলাফ। আর মুখে মুখে উচ্চারণ ‘লালে লাল বাবা শাহজালাল’!

ভক্তরা জানান, হজরত শাহজালাল (রহ.) আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও বিশ্ব শান্তির কামনা করছেন তারা।

হজরত শাহজালাল (রহ.) মাজার কমিটির সেক্রেটারি সামান মাহমুদ খান জানান, ওরস উপলক্ষে সব প্রস্তুতিই সম্পন্ন করা হয়েছে। ওরসে প্রতিবারের মতো এবারো লাখো ভক্ত-অনুরাগীর সমাগম ঘটেছে।

তিনি বলেন, বুধবার ফজরের নামাজ শেষে আখেরি মোনাজাতের মাধ্যমে ওরস শেষ হবে। মোনাজাতের পরপরই ভক্তদের শিরনি বিতরণের মধ্য দিয়ে শেষ হবে ওরসের আনুষ্ঠানিকতা।

ওরস নির্বিঘ্ন করতে মাজার এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, ওরস উপলক্ষ্যে পুলিশের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ১০টি পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। নিরাপত্তার স্বার্থে মাজারের ভেতরে ও বাইরে প্রায় অর্ধশতাধিক ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে।

প্রসঙ্গত, প্রতি বছর ১৯ ও ২০ জিলকদ হজরত শাহজালাল (রহ.) এর মাজারে ওরস অনুষ্ঠিত হয়।

(ঢাকাটাইমস/২৩জুলাই/এমএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :