বেনাপোলে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী আহত

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুলাই ২০১৯, ১৭:৫৬

যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে আহত হয়েছেন সাইদুল ইসলাম (৩০) নামে বাংলাদেশি এক গরু ব্যবসায়ী। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার ভোরে বেনাপোলের পদ্মার মাঠে বিএসএফ’র গুলিতে আহত হন তিনি।

আহত সাইদুল ইসলাম বেনাপোল রঘুনাথপুর গ্রামের মৃৃত নূর ইসলামের ছেলে।

সাইদুল ইসলামের মা মমতাজ বেগম জানান, আজ মঙ্গলবার ভোরে ভারতের বেলগাঁও থেকে গরু নিয়ে ফিরছিলেন। পথিমধ্যে বেনাপোলের পদ্মার মাঠে পৌঁছলে বিএসএফ পেছন থেকে গুলি করে। গুলি তার পিঠে, হাতের বামপাশে ও বাম উড়ুতে বিদ্ধ হয়।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক মনিরুজ্জামান লর্ড বলেন, আহত সাইদুলের পিঠে, বাম হাতে ও বাম উড়ুতে গুলির ক্ষত আছে। পরীক্ষার পরে জানা যাবে তার বর্তমান অবস্থা।

ঢাকাটাইমস/২৩জুলাই/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :