ডিএনসিসির কল সেন্টারে মিলবে ডেঙ্গু নিয়ে পরামর্শ

প্রকাশ | ২৩ জুলাই ২০১৯, ১৮:২৬ | আপডেট: ২৩ জুলাই ২০১৯, ১৮:২৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগসংক্রান্ত পরামর্শ দিতে আগামীকাল বুধবার থেকে কল সেন্টার চালু করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। কল সেন্টারটি ডিএনসিসির গুলশান নগর ভবন থেকে পরিচালিত হবে।

সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিএনসিসি অধিভুক্ত এলাকার বাসিন্দারা ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ সম্পর্কে ০১৯৩২-৬৬৫৫৪৪ এই নম্বরে যোগাযোগ করে চিকিৎকদের পরামর্শ নিতে পারবেন।

কল সেন্টারটিতে দিন-রাত ২৪ ঘণ্টা সেবা প্রদান করবে বলেও জানানো হয়েছে ডিএনসিসির পক্ষ থেকে।

সম্প্রতি রাজধানীতে ডেঙ্গু রোগের প্রকোপ ভয়ংকরভাবে বেড়ে যায়। এতে বেশ এখন পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে আছেন কয়েক হাজার রোগী। প্রতিদিনই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রোগী ভর্তি হচ্ছেন বিভিন্ন হাসপাতালে। এই অবস্থায় ডেঙ্গুবাহী এডিস মশা রোধে হিমশিম খাচ্ছে ঢাকার দুই সিটি করপোরেশন। 

(ঢাকাটাইমস/২৩জুলাই/কারই/জেবি)