বিআইডব্লিউটিএ কর্মকর্তার সাত বছরের কারাদণ্ড

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুলাই ২০১৯, ১৮:৪৮

দুর্নীতির একটি মামলায় বিআইডব্লিউটিএর সাবেক কর্মকর্তা মো. আব্দুস সালাম খানের সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকার দশ নম্বর বিশেষ জজ জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন।

রায়ে একই সঙ্গে আদালত আসামির দণ্ডের পাশাপাশি ৪১ কোটি ১৯ লাখ সাত হাজার ৩২ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছে।

সিরাজগঞ্জের বহুতি গ্রামের মৃত সামসুল হক খানের ছেলে দণ্ডিত সালামকে রায় ঘোষণার পর আদালত সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠায়।

রায়ে দণ্ডিতের স্ত্রী শাহনাজ পারভীন লাভলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ২০০৭ সালের ১ জানুয়ারি থেকে ২০১০ সালের ২৫ নভেম্বর পর্যন্ত বিআইডব্লিউটিএ কর্মচারী ভবিষ্যৎ তহবিলের ১৯ কোটি ৯৯ লাখ ১৫ হাজার ১১৬ টাকা ইচ্ছাকৃতভাবে বিআইডব্লিউটিএ কর্মচারী দলীয় বিমা ট্রাস্টি বোর্ডের পুরানা পল্টন শাখার জনতা ব্যাংকে জমা দেন। এরপর তিনি প্রতারণামূলকভাবে ৬৫২টি চেক ব্যবহার করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে ২০ কোটি ৫৯ লাখ ৫৩ হাজার ৫১৬ টাকা উঠিয়ে আত্মসাৎ করেন। সেই টাকা আত্মসাৎ করে আসামি বিভিন্ন স্থাবর/অস্থাবর সম্পদ অর্জন করেছেন।

ওই ঘটনায় দুদকের উপ-পরিচালক মো. বেনজীর আহমেদ ২০১১ সালের ২৩ জুন মামলাটি দায়ের করেন। ২০১২ সালের ৫ আগস্ট মামলাটি তদন্ত করে এ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। মামলাটির বিচারকাজ চলাকালে আদালত ২২ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করে।

(ঢাকাটাইমস/২৩জুলাই/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

এই বিভাগের সব খবর

শিরোনাম :