পরিবেশের বিপর্যয় ঠেকাতে হিজড়াদের শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুলাই ২০১৯, ২০:০৬

পরিবেশের বিপর্যয় ঠেকাতে কার্বন নিঃসরণ কমানোর দাবি নিয়ে সমাবেশ ও শোভাযাত্রা করেছে হিজড়া সম্প্রদায়।

মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠের সামনে আয়োজিত ‘নিরাপদ জলবায়ুর দাবিতে হিজড়া জনগোষ্ঠী’ শীর্ষক এক সমাবেশে বিশ্ববাসীর প্রতি কার্বন নিঃসরণ কমানোর দাবি জানান তারা।

এসময় তারা বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের ২০ ভাগ পানিতে ডুবে যাবে। এই বিশ্ব আমাদের। এর ক্ষতি হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। তাই এখনই বিশ্বনেতাদের কার্বন নিঃসরণ কমিয়ে আনতে বাধ্য করতে হবে।

শোভাযাত্রার উদ্যোক্তা ইনস্টিটিউট অব ওয়েলবিয়িং বাংলাদেশ-এর সাইফুল ইসলাম শোভন বলেন, ‘জলবায়ু বিপর্যয়ের কারণে বাংলাদেশের গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে, নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল। লবণাক্ততার কারণে উপকূলীয় এলাকায় প্রয়োজনীয় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে।’

সংগঠনটির উপদেষ্টা ডেবরা বলেন, ‘পরিবর্তন সহজ নয়, সময় লাগবে। কিন্তু আমাদের সবাইকে একসাথে এগিয়ে যেতে হবে জলবায়ু বিপর্যয়ের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে।’

তৃতীয় লিঙ্গের হাসনা বলেন, ‘প্রধানমন্ত্রী হিজড়া জনগোষ্ঠীকে স্বীকৃতি দিয়েছে বলে আমরা জলবায়ু বিষয়ক শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পেরেছি। যদি আমরা পারি, তাহলে আপনারা পারবেন না কেন?’

জীবাশ্ম জ্বালানির ব্যবহার পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ আখ্যা দিয়ে সমাবেশে অংশগ্রহণকারীরা জানান, জলবায়ু বিপর্যয়ের ফলে গত ২০ বছরে এর প্রভাব আমেরিকা মহাদেশ থেকে শুরু করে এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশে ছড়িয়ে পড়েছে। জলবায়ু বিপর্যয়ের অন্যতম কারণ হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার।

শিল্প বিপ্লবের পর থেকে বায়ুমণ্ডলে তাপ ধরে রাখতে সক্ষম গ্যাসগুলোর পরিমাণ বাড়ছে। যার ফলে খরা, ঘূর্ণিঝড়, রেকর্ড পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি, বন্যা, জলোচ্ছ্বাস শিলাবৃষ্টি ও টর্নেডোর মাত্রা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শান্তনু বিশ্বাস, মাহমুদুল হাসান, মাহমুদুল ইসলাম মিথুন, সানজিদা আক্তার, মাসুম বিল্লাহসহ ইনস্টিটিউট অব ওয়েলবিয়িংয়ের বিদেশি শিক্ষানবিশরা।

(ঢাকাটাইমস/২৩জুলাই/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

তীব্র তাপপ্রবাহে জনসাধারণের মাঝে পানি, খাবার স্যালাইন বিতরণ বিএনপির

মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে: সালাম

ঢাকা মেডিকেলে এক কারাবন্দিকে মৃত ঘোষণা

ভাষানটেকে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫, বাকি একজনও আশঙ্কাজনক

মুগদা-মান্ডা সড়কে অভিযান: ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও মারধরের অভিযোগ  

মোহাম্মদপুরে তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ

আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর বেশ কিছু এলাকায়

গরমে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতা সৃষ্টির প্রতিশ্রুতি ডিএমপির

স্থপতি ইনস্টিটিউটে মসজিদ স্থাপত্য নিয়ে সেমিনার 

এই বিভাগের সব খবর

শিরোনাম :