মেঘনায় ট্রলারে চাঁদাবাজি, সাত যুবক আটক

প্রকাশ | ২৩ জুলাই ২০১৯, ২০:৪৯ | আপডেট: ২৩ জুলাই ২০১৯, ২১:৩১

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

চাঁদপুরের মতলব উত্তরে মোহনপুর এলাকায় মেঘনা নদীতে বালুর ট্রলারে চাঁদাবাজি করা অবস্থায় সাত যুবককে আটক করেছে কোস্টগার্ড।

আজ মঙ্গলবার সকালে চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চাঁদাবাজদের নেতা মোহনপুর এলাকার কাজী আবুল হোসেনের ছেলে কাজী মতিন (৩৮) কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কোস্টগার্ড টহল সদস্যরা সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১১টায় মেঘনা নদীতে এই অভিযান পরিচালনা করেন। এ সময় চাঁদাবাজী করার কাজে ব্যবহৃত একটি ট্রলার, সাতটি মোবাইল সেট ও নগদ তিন হাজার টাকা জব্দ করা হয়।

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার জানান, ভ্রাম্যমাণ আদালত কাজী মতিনকে অর্থদণ্ড দিয়ে বাকিদেরকে ছেড়ে দেয়। জব্দকৃত মালামালের মূল্য আনুমানিক ২ লাখ ৬৪ হাজার টাকা।

ঢাকাটাইমস/২৩জুলাই/ইএস