চুয়েটে পুরাকৌশল বিভাগে সেমিনার

প্রকাশ | ২৩ জুলাই ২০১৯, ২১:৫৪ | আপডেট: ২৩ জুলাই ২০১৯, ২২:১৪

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পুরাকৌশল বিভাগের আয়োজনে ‘সিভিল ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস রিসার্চ এন্ড প্রসপেক্ট অব পোস্ট গ্র্যাজুয়েট স্টাডি অ্যাট লিভারপুল জন র্মুস ইউনিভার্সিটি’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

পুরাকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মইনুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পুরকৌশল বিভাগের শিক্ষক অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম। সেমিনারে কি-নোট স্পিকার ছিলেন ইংল্যান্ডের লিভারপুল জন র্মুস ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রোগ্রাম লিডার ড. মনোয়ার সাদিক। এতে পুরকৌশল বিভাগের বিভিন্ন বর্ষের প্রায় দেড় শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, বর্তমান সরকার বিশ্ববিদ্যালয়গুলোতে একাডেমিক পড়াশোনার পাশাপাশি গবেষণা প্রতি গুরুত্বারোপ করছেন। চুয়েটও সে লক্ষ্যে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে দ্বি-পাক্ষিক সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে যৌথ গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এছাড়া ৩২০ কোটি টাকার ডিপিপি বাজেট থেকে চুয়েটের ল্যাবরেটরির আধুনিকায়ন ও যন্ত্রপাতি ক্রয়ের প্রায় ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

ব্রিটিশ সরকারের অর্থায়নে লিভারপুল জন র্মুস ইউনিভার্সিটির সাথে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলামের নেতৃত্বে চুয়েটের একটি গবেষণা প্রকল্প চলমান আছে এবং একটি সমঝোতা স্মারক চুক্তির প্রক্রিয়া চলমান রয়েছে। চুক্তিটি স্বাক্ষর হলে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরা গবেষণা কাজে বহুমাত্রিক সুবিধা পাবেন।

ঢাকাটাইমস/২৩জুলাই/ইএস