পারস্য উপসাগরে মার্কিন জোটে সেনা পাঠাবে না জাপান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৪ জুলাই ২০১৯, ১০:২৫

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে৷ পরিস্থিতি ক্রমে ঘোলাটে হচ্ছে৷ ইতিমধ্যেই মার্কিন মিত্র ব্রিটিশ জাহাজ আটক করে বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছে ইরান৷ এমন পরিস্থিতিতে পারস্য উপসাগরের জন্য মার্কিন জোটে সেনা না পাঠানোর ঘোষণা দিয়েছে দেশটির অন্যতম মিত্র জাপান।

জাপান সরকার জানিয়েছে, কোনো অবস্থাতেই উপসাগরীয় এলাকায় সেনা মোতায়েন করা হবে না৷ তাদের বার্তা, পারস্য উপসাগরীয় এলাকায় বাণিজ্যিক জাহাজের নিরাপত্তায় ওয়াশিংটন যে সামরিক জোট গঠনের চেষ্টা চালাচ্ছে তাতে টোকিও সেনা পাঠাবে না।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, ইরানের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব আছে৷ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা উত্তেজনা কমানোর সবরকম চেষ্টা চালানো হবে৷

পরিস্থিতি বুঝে জাপানের সঙ্গে বিশেষ কূটনৈতিক বৈঠক চালাচ্ছে মার্কিন সরকার৷ তবে জাপান অনড়৷ উপসাগরে উত্তেজনার মাঝে ইরান হুমকি দেয় একটিও গুলি চালানো হলে বিশ্ব তেলের বাজার অস্থিতিশীল করে দেওয়া হবে৷ বন্ধ করা হবে আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালী৷ তাতে বিপদ বাড়বে মার্কিন মিত্র দেশগুলির বেশি৷ এরপরেই অতি তৎপরতা দেখিয়ে তেহরান সফর করেন শিনজো আবে৷ পরিস্থিতি বুঝে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন টোকিওর সঙ্গে কূটনৈতিক প্রক্রিয়া চালাচ্ছেন৷

পারস্য উপসাগরে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের জাহাজে কমান্ডো হামলা হয়৷ এটি ইরানের কাজ বলে অভিযোগ করে তারা৷ এরপরই আরব দেশগুলির মদতে উপসাগরে মার্কিন রণতরী মোতায়েন করার নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প৷ পর মুহূর্তেই নিজেদের নৌ বাহিনী মোতায়েন করে ইরান৷ ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জানান, হামলা চালালে কড়া জবাব পাবে যুক্তরাষ্ট্র৷

এরপর সীমান্ত লঙ্ঘন করার অভিযোগে মার্কিন ড্রোন ধংস করে ইরানি সেনা৷ বাড়তে থাকে উত্তেজনা৷ আফ্রিকার জিব্রাল্টার প্রণালীর কাছে ইরানি জাহাজ আটক করা হয়৷ পাল্টা হরমুজ প্রণালীতে ব্রিটিশ জাহাজ আটক করে ইরানি সেনা৷

এমনই পরিস্থিতিতে মার্কিন লবির দেশ জাপান উপসাগরে তাদের সেনা পাঠাতে নারাজ হল৷ বিশেষজ্ঞদের ধারণা, তেল আমদানি বন্ধ হতে পারে এই আশঙ্কায় ট্রাম্পের পাশ থেকে আপাতত সরে গিয়েছেন শিনজো আবে৷

ঢাকা টাইমস/২৪জুলাই/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

গাজায় আরও ৭১ ফিলিস্তিনির প্রাণহানি 

ফেসবুকে রোহিঙ্গাবিদ্বেষ ছড়ানোর নেপথ্যে ছিল মিয়ানমারের জান্তা: জাতিসংঘ

রাফাহতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী: নেতানিয়াহু

নির্বাচন করার জন্য অর্থ নেই, সরে দাড়ালেন ভারতীয় অর্থমন্ত্রী

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

এই বিভাগের সব খবর

শিরোনাম :