বিশ্ব বাজারে বাড়তে পারে তেলের দাম

প্রকাশ | ২৪ জুলাই ২০১৯, ১০:৪২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

পারস্য উপসাগরে ইরান কর্তৃক ব্রিটিশ পতাকাধারী তেলের ট্যাংকার আটকের পর থেকে বিশ্বব্যাপী তেলের দাম কিছুটা ওঠানামা করছে এবং আশঙ্কা করা হচ্ছে যে তেলের দাম দ্রুত বৃদ্ধি পেতে পারে। এর প্রভাব পড়বে বিশ্ব অর্তনীতিতে৷ কারণ হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর এক পঞ্চমাংশ তেল সরবরাহ হয়। খবর বিবিসির।

পরিস্থিতি নিয়ে চিন্তিত আন্তর্জাতিক অর্থনৈতিক মহল৷ হরমুজ প্রণালী কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল৷ যার মাধ্যমে পারস্য উপসাগরীয়ের দেশগুলি জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যাবে। যদি তাই হয়, তাহলে পৃথিবীর মোট তেলের মজুদের এক পঞ্চমাংশ এবং মোট প্রাকৃতিক গ্যাস মজুদের এক চতুর্থাংশের সাথে বিশ্বের সংযোগ ছিন্ন হয়ে যাবে।

এমনও আশঙ্কা করা হচ্ছে, ইরান হয়ত তাদের দক্ষিণ উপকূলে অবস্থিত হরমুজ প্রণালীই বন্ধ করে দেবে। বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার রিপোর্টে এমনই বলা হয়েছে৷ হরমুজ চ্যানেল দিয়েই আরব দুনিয়া ও ইরানের তেল রপ্তানি হয়৷ এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করা হলে বিশ্ব জুড়ে তেলের বাজারে নেমে আসবে অস্থিতিশীলতা৷ ইরান আগেই হুমকি দিয়েছে, একটাও গুলি করা হলে তার ফল হবে মারাত্মক৷

ইরানের এমন কঠোর অবস্থানের জেরে অন্যতম জলপথ হরমুজ প্রণালীতে তেলবাহী আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে চিন্তিত বিভিন্ন সংস্থা৷ আফ্রিকা লাগোয়া জিব্রাল্টার প্রণালীতে ইরানের জাহাজ ব্রিটেনের আটক করার পর সাম্প্রতিক উপসাগরীয় সংকটে আমেরিকার পাশাপাশি ব্রিটেনেও ক্রমে জড়িয়ে পড়েছে৷

পারস্য উপসাগরে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের জাহাজে হামলায় জড়িত ইরানি কমান্ডোরা৷ এই অভিযোগের ভিত্তিতে মার্কিন রণতরী পাঠানো হয় সেখানে৷ অন্যদিকে ইরানও তাদের নৌসেনা মোতায়েন করে৷ ধংস করে মার্কিন ড্রোন৷ তারপর থেকে পরিস্থিতি ক্রমে জটিলতর হয়ে চলেছে৷ বিবিসি জানিয়েছে, এমন অবস্থায় তেলের যোগান বাধাগ্রস্ত হলে বিশ্বব্যাপী পেট্রোলের দাম বাড়ার সম্ভাবনা প্রবল৷

উত্তেজনার মাঝেই তেহরান হুমকি দিয়েছে- হরমুজ দিয়ে তেল রফতানি বন্ধ করলে খোদ মার্কিন মিত্র দেশগুলির বিপদের সম্ভাবনা বেশি৷ জ্বালানীর প্রবল প্রভাব পড়বে সেসব দেশে৷

ঢাকা টাইমস/২৪জুলাই/একে