ত্রাণ বানভাসিদের কাছে পৌঁছাচ্ছে না: জিএম কাদের

প্রকাশ | ২৪ জুলাই ২০১৯, ১৫:৩৯

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

দেশের বেশ কয়েকটি জেলায় লাখ লাখ বানভাসি মানুষের কাছে যথাযথভাবে ত্রাণ সামগ্রী পৌঁছছে না বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সরকার বরাদ্দ দিলেও তা বন্যার্ত মানুষের মধ্যে ঠিকমতো বণ্টন করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

বুধবার দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল বাজারে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে এই ত্রাণ বিরতণ করা হয়।

সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে জাপা চেয়ারম্যান বলেন, ‘প্রত্যেক বানভাসির কাছে ত্রাণ সামগ্রী যথাযথভাবে পৌঁছানোর ব্যবস্থা করেন। না হলে এসব বিষয় সংসদে উত্থাপন করা হবে।’

উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তফা আল মাহমুদের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

(ঢাকাটাইমস/২৪জুলাই/জেবি)