জামালপুর ও সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে এফবিসিসিআইর ত্রাণ

প্রকাশ | ২৪ জুলাই ২০১৯, ১৯:০৯ | আপডেট: ২৪ জুলাই ২০১৯, ১৯:১৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি শেখ ফজলে ফাহিম জামালপুর ও সুনামগঞ্জ জেলার কয়েকটি স্থানে বন্যাকবলিত মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। সংগঠনটির সিনিয়র সহসভাপতি মুনতাকিম আশরাফ, সহ সভাপতি রেজাউল করিম রেজনু ও পরিচালক সুজিব রঞ্জন দাশসহ দুই জেলার চেম্বার ও আওয়ামী লীগ নেতারা তার সঙ্গে ত্রাণকাজে অংশ নেন।

 বুধবার সকালে জামালপুর জেলার কেন্দুয়া কালিবাড়ী ইউনিয়ন ও শরীফপুর ইউনিয়নের বানারপাড়ে বন্যাকবলিত মানুষদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এফবিসিসিআইয়ের এ উদ্যোগে সহায়তা করে জামালপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।

পরে এফবিসিসিআই সভাপতি সুনামগঞ্জ জেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামের বন্যার্ত মানুষদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। শেখ ফজলে ফাহিম জানান, দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত দেশবাসীর পাশে দাঁড়াতে বিশেষ কর্মসূচি নিয়েছে।

(ঢাকাটাইমস/২৪জুলাই/জেআর)