মিলানে ফেনী সমিতির পরিচিত সভা

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুলাই ২০১৯, ২১:৩৭

ইতালির মিলানে বসবাসরত ফেনী জেলাবাসীর সংগঠন ফেনী সমিতির আয়োজনে সমিতির পুনর্মিলনী, পরিচিতি সভা, সাংস্কৃতিক ও নৈশভোজ অনুষ্ঠান জাকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

স্থানীয় অভিজাত একটি রেস্টুরেন্টে সমিতির সভাপতি নুরুল আফসার বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খুরশিদ আলম শ্রাবনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিলান কনসুলেটের কনসাল জেনারেল ইকবাল আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন কনসাল শামসুল আহসান, ভারেজ বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নূর মোহাম্মদ মালেক, সমিতির প্রধান উপদেষ্টা আব্দুল মতিন ভূঁইয়া।

সমিতির পক্ষ থেকে প্রধান অতিথি, বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এছাড়াও সমিতির উপদেষ্টা ও কমিটির নেতৃবৃন্দকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

সমিতির কার্যকরী কমিটির নেতৃবৃন্দদেরকে পরিচয় করিয়ে দেয়া হয়।

এ সময় বক্তব্য রাখেন মিলান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিথা, মিলান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল মামুন, আওয়ামী লীগ নেতা আকরাম হোসেন, মিলান আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হানিফ শিপন, চঞ্চল রহমান, মিলান আ’লীগের আইনবিষয়ক সম্পাদক পলি আক্তার, মিলান বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান রিপন, বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি আনোয়ার বেপারী, বৃহত্তর নোয়াখালী সমিতির উপদেষ্টা হারুন উর রশিদ, বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি মীর হোসেন বিপ্লব, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি আব্দুল খালেক রিন্টু, মাদারীপুর জেলা সমিতির সম্পাদক সাইদুর রহমান, সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের ফরহাদ মিয়া, হবিগঞ্জ সমিতির আব্দুস সাত্তার লিটন।

উপস্থিত ছিলেন সিলেট সমিতির জিনু মিয়া মেম্বার, সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের এজিএম জয়নাল, রাহুল আমিন, মৌলভীবাজার জেলা সমিতির ফকরুল উদ্দিন, নবীগঞ্জ সমিতির সম্পাদক আব্দুর রউফ চৌধুরী, যুবলীগের সম্পাদক শফি উদ্দিন, মিলান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাঈদ, মিলান স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক তোফাজ্জল হোসেন খান তপু, বৃহত্তর ফরিদপুর সমিতির শাহ আলম, কুমিল্লা সমিতির সাবেক সভাপতি শাহ আলম প্রমুখ।

আলোচনা শেষে মিলানের স্থানীয় শিল্পী চট্টগ্রাম বেতার ও চ্যানেল আই সেরাকণ্ঠের জিসা শ্যাম ও অতিথি শিল্পীদের ব্রেসিয়া থেকে এমিলি সাহা, মানতোভা থেকে সুহেলের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র সহসভাপতি মোকসেদ আলম, সাংগঠনিক সম্পাদক এনামুল হক রিমন, উপদেষ্টা বেলাল পাটুয়ারী, সাইফুল ইমাম শিপন, সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী আনিসুজ্জামান শিমুল, সহসভাপতি নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক ইমাম হোসেন।

(ঢাকাটাইমস/২৪জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :