বাড়ির যাত্রায় বাসেই থামল জীবনের পথ

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ জুলাই ২০১৯, ১৩:০২ | প্রকাশিত : ২৫ জুলাই ২০১৯, ১২:৫১

প্রিয়জনদের সঙ্গে দেখা করতে ঢাকা থেকে বাসে করে বাড়ির পথে রওনা হন নড়াইলের ইকরামুল শেখ। স্বজনদের সঙ্গে দেখা হয়েছে ঠিকই। তবে জীবিত নয়, মৃত। যে বাসের সিটে বসে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন, সেখানেই চলে যায় তার জীবনপ্রদীপ।

বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে ঢাকা থেকে নড়াইলগামী হানিফ পরিবহন থেকে ইকরামুল শেখকে মৃত অবস্থায় পাওয়া যায়।

ইকরামুল নড়াইল সদরের ছাগলছিড়া গ্রামের জব্বার শেখের ছেলে। তিনি ঢাকায় নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি করতেন।

সংশ্লিষ্ট হানিফ পরিবহনের সুপারভাইজারসহ নড়াইল কাউন্টারের কর্মকর্তারা জানান, ইকরামুল শেখ অসুস্থ শরীর নিয়ে ঢাকার আব্দুল্লাহপুর থেকে নড়াইলের উদ্দেশ্যে গাড়িতে উঠেন। পথেও তিনি অসুস্থবোধ করেন। তার পাশের যাত্রীসহ সুপারভাইজার মাঝে-মধ্যে তাকে দেখাশোনাও করেন। এ পরিস্থিতিতে রাতের কোনো এক সময় তার মৃত হয়েছে বলে ধারণা করছেন তারা।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) হরিদাস রায় জানান, ইকরামুলের মৃত্যুর জন্য তার পরিবার কাউকে দায়ী করেননি। পরিবার পুলিশকে জানিয়েছে, ইকরামুল ঢাকায় থাকাকালীন কয়েকদিন ধরে প্রচন্ড জ্বরে ভুগছিলেন। জ্বর কিছুটা কমলে বুধবার রাতে তিনি ঢাকা থেকে বাড়িতে (নড়াইল) আসার জন্য রওনা হন। পথিমধ্যে তার মৃত্যু হয়।

ঢাকাটাইমস/২৫জুলাই/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :