সাভারে মবিল কারখানায় আগুন, দুই ফায়ারকর্মী আহত

প্রকাশ | ২৫ জুলাই ২০১৯, ২০:০৬

নিজস্ব প্রতিবেদক, সাভার

সাভারের হেমায়েতপুরে পোড়া মবিল প্রক্রিয়াজাতকরণের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় আহত হয়েছেন ফায়ার সার্ভিসের দুই কর্মী।

বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় নাছরিন অটো মবিল নামে ওই কারখানায় আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ৪ নম্বর জোন কমান্ডার আনোয়ারুল হক জানান, অসতর্কতাবশত ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়ে এলপিজি সিলিন্ডার ও অক্সিজেনের সংস্পর্শে আগুনের সৃষ্টি হয়। পরে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে আগুন পুরো কারখানার ভেতর ছড়িয়ে পরে। খবর পেয়ে সাভার ও কল্যাণপুর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো বলেন, আগুন নিয়ন্ত্রণের সময় ফায়ার সার্ভিসের দুই কর্মী পা পিছলে গরম মবিলের মধ্যে পড়ে গেলে তারা সামান্য আহত হন। পরে তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি এই কর্মকর্তা।
ঢাকাটাইমস/২৫জুলাই/ইএস