‘কুচক্রীমহলের গুজব প্রতিরোধ করতে হবে’

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জুলাই ২০১৯, ২০:৩৬

চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, ‘কুচক্রীমহলের গুজব প্রতিরোধ করতে হবে। আমরা সবাই জানি, পদ্মা সেতু নির্মাণ নিয়ে যা ছড়ানো হচ্ছে- তা ভ্রান্ত ও গুজব। একটি কুচক্রীমহল এ গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’

জেলা পুলিশের আয়োজনে প্রেসব্রিফিংয়ে সভাপতির বক্তব্যে বৃহস্পতিবার বিকালে তিনি এ কথা বলেন। চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে এ প্রেসব্রিফিং হয়।

তিনি বলেন, ‘এ গুজবের জন্য বেশকিছু নিরুপায় মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। সর্বপ্রথম দুবাই থেকে ফেসবুকের মাধ্যমে এগুজবটি ছড়ানো হয়। এরপরই এটি বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। বাংলাদেশে যতগুলো ঘটনা ঘটেছে, সব গুজবের কারণে ঘটেছে।’

পুলিশ সুপার বলেন, ‘বর্তমানে দেশে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পাঁয়তারা চলছে, যা আপনারা লক্ষ্য করে আসছেন। যখন স্মার্টফোনের মাধ্যমে সারাবিশ্বের খবর আমরা হাতের মুঠোয় পেয়ে যাচ্ছি, যখন আমরা মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাতে সক্ষম হয়েছি, তখন পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে- তা আজগুবি গল্প নয় কি? আজ এ ধরনের কথা বলে ছেলেধরা সন্দেহে দেশের বিভিন্ন স্থানে মানুষকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। যা আইনবিরোধী ও খুবই অন্যায়। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়েছে। এ ধরনের অপপ্রচার থেকে দূরে থাকার জন্যে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পুলিশ প্রশাসনের সদস্যরাও কাজ করছেন।’

তিনি বলেন, ‘শুক্রবার জুমার নামাজের খুতবায় এ ব্যাপারে মসজিদে আলোচনা করা, কেউ বিভ্রান্তমূলক কথা বললে তা পুলিশকে অবহিত করা, আইন নিজের হাতে তুলে না নেয়া, গুজবে কান না দেয়া, শান্তি শৃঙ্খলা বজায় রাখা এসব দায়িত্ব আমাদের সবার। মনে রাখতে হবে দেশটা শুধু পুলিশের না, দেশটা সবার। তাই গুজবে কান না দিয়ে গুজব রটনাকারীকে প্রতিহত করতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আসাদুজ্জামান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী প্রমুখ।

(ঢাকাটাইমস/২৫জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মাগুরায় চোরাই মোটরসাইকেলসহ তিন চোর আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু 

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

এই বিভাগের সব খবর

শিরোনাম :