গুজবে আদিবাসী নারীকে পিটুনি, আটক ২

প্রকাশ | ২৫ জুলাই ২০১৯, ২০:৩৭

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ময়মনসিংহের হালুয়াঘাটে কল্লাকাটা গুজব রটিয়ে এক খ্রিস্টান নারীকে পিটুনি দেয়ার অভিযোগে বৃহস্পতিবার দুই নারীকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- উপজেলার আকনপাড়া গ্রামের পারুল ও একই গ্রামের আঞ্জুয়ারা।

গত বুধবার হালুয়াঘাটে কল্লাকাটা সন্দেহে মারধরের শিকার হন খ্রিস্টান নারী নমিতা পেরেরা।
আহত নমিতা জানান, বিকালে চাল কিনার উদ্দেশে হালুয়াঘাট বাজারে যাওয়ার পথে হাদিসের মোড়ের চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। এমন সময় এক প্রতিবন্ধী বাচ্চা তার কাছ এলে তার সাথে হেসে কথা বলার কারণে বাচ্চার মা তাকে ছেলেধরা বলে মারধর করে এবং উপস্থিত আনেকেই তাকে মারতে থাকে। পরে স্থানীয়দের একজন ৯৯৯ কল করলে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসে।

হালুয়াঘাট থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, গুজব রটিয়ে খ্রিস্টান নারীকে পিটুনি দেয়ার ঘটনায় আটক দুই নারীর বিরুদ্ধে মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/২৫জুলাই/এলএ)