সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে

প্রকাশ | ২৫ জুলাই ২০১৯, ২২:১০

অর্থনৈতিক প্রতিবেদক

দেশের দুই পুঁজিবাজারে আজ বৃহস্পতিবার মূল্যসূচকের বড় উত্থান দেখা গেছে। একই সঙ্গে  বেড়েছে অংশ নেওয়া বেশির ভাগ শেয়ারের দর। বেড়েছে লেনদেনও।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৩৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৭৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৬ পয়েন্টে।

ডিএসইতে আজ ৪৬৭ কোটি ৯৩ লাখ ১ হাজার টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৮৭ কোটি টাকা বেশি। ওই দিন লেনদেনের পরিমাণ ছিল ৩৮০ কোটি ৫৯ লাখ ৮৮ হাজার টাকা।

আজ ডিএসইতে ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৭০ শতাংশ বা ২৪৬টির, কমেছে ২০ শতাংশ বা ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ১০ শতাংশ বা ৩৫টির প্রতিষ্ঠানের শেয়ার দর।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৭১৩ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৫টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির শেয়ার দর।

(ঢাকাটাইমস/২৫জুলাই/মোআ)