প্যারিসে গাজীপুর জেলা সমিতির বনভোজন

ফ্রান্স প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জুলাই ২০১৯, ২২:৩১

দূরপ্রবাসে কর্মব্যস্ত জীবনে ক্লান্তির অবসাদে বার্ষিক বনভোজন করেছে গাজীপুর জেলা সমিতি ফ্রান্স।

প্যারিসের ক্যাথসিমা ও পিয়ারফ্রিত থেকে ২টি বাস যোগে প্রায় ১৫০ জন যাত্রী নিয়ে পোর্ট মহান প্লাজ সমুদ্র সৈকতে সকাল ৯টায় এ যাত্রা শুরু হয়।

যাত্রা পথে গান, কবিতা ও কৌতুক আর নিজেদের মধ্যে পরিচিতি বাড়িয়ে আনন্দে মেতে উঠেন সমুদ্র ভ্রমণে অংশ নেয়া যাত্রীরা।

নারী-পুরুষ, শিশুদের পৃথক পৃথক খেলাধুলা মনমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা আর দেশীয় মুখরোচক খাবার ছিল উল্লেখযোগ্য।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি জিয়াউল হক নছির চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফারুক খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আবুল কাশেম, সাবেক সভাপতি মনিরুল হক, বিশেষ অতিথি ছিলেন আব্দুল্লাহ আল বাকি, সহসভাপতি কাউছার মোড়ল, আমিনুল ইসলাম জুয়েল, সোলেয়মান মোড়ল, হাবিবুর রহমান সরকার, আবুল বাশার, সিনিয়র যুগ্ম সম্পাদক মিল্টন সরকার, সাংগঠনিক সম্পাদক তপন চন্দ্র দাস, সোহাগ সরওয়ার, তথ্য সম্পাদক শরিফ হোসেন, দপ্তর সম্পাদক সোহেল দর্জিসহ আরো অনেকে।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইয়াছিন হক, সানি, আমজাদ, শিমু প্রমুখ।

অনুষ্ঠানে অংশ নেয়া সবাইকে ধন্যবাদ জানান সংগঠনের সভাপতি এবং প্রতিবছর এ ধরনের আয়োজন ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

(ঢাকাটাইমস/২৫জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :