বগুড়ায় হাসপাতালে ১৯ ডেঙ্গু রোগী

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ জুলাই ২০১৯, ১২:৪১ | প্রকাশিত : ২৬ জুলাই ২০১৯, ১২:৩৯
জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে ১৯ জন ভর্তি রয়েছেন। জ¦রে আক্রান্ত হয়ে হাসপাতালে কয়েকদিন ধরে ভর্তি থাকলেও পরে রক্ত পরীক্ষায় তাদের শরীরে ডেঙ্গুর জীবাণু পাওয়া যায়। আক্রান্ত রোগীদের সবাই পুরুষ। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হওয়া বেশ কয়েকজন হাসপাতাল ছেড়ে গেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে এ পর্যন্ত ২৭ জন ডেঙ্গু জ¦রে আক্রান্ত রোগী ভর্তি হয়েছিলেন। যার মধ্যে ২৫ জন পুরুষ ও দুইজন নারী। তাদের মধ্যে দুইজন নারী ও চারজন পুরুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর দুইজনকে তাদের স্বজনরা ঢাকায় নিয়ে গেছেন। বর্তমানে ১৯ জন চিকিৎসাধীন আছেন।

হাসপাতাল সূত্রে আরও জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বগুড়ার হাসপাতালটিতে ভর্তি হয়েছিলেন তাদের মধ্যে ১৫ জন সম্প্রতি ঢাকা থেকে ফিরেছেন। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন জিসান নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী।

হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আরিফুর রহমান তালুকদার জানান, গত তিন দিনে জ্বরে আক্রান্ত হয়ে বেশ কিছু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২৭ জনের শরীরে ডেঙ্গুর জীবাণু মিলেছে। বর্তমানে ১৯ জন পুরুষ ডেঙ্গু রোগীকে হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য সবরকম প্রস্তুতি নেওয়া আছে বলে জানান তিনি।

ঢাকাটাইমস/২৬জুলাই/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :