গোপালগঞ্জের মেয়ে হ্যাপী দাস পেলেন জনপ্রশাসন পদক

প্রকাশ | ২৬ জুলাই ২০১৯, ১৭:৪১

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

জাতীয় পাবলিক সার্ভিস দিবসে গোপালগঞ্জের মেয়ে হ্যাপী দাস জনপ্রশাসন পদক লাভ করেছেন। গত ২৩ জুলাই রাষ্ট্রপতি আবদুল হামিদ এই পদক তুলে দেন।

এই সফলতার জন্য তার গ্রামের বাড়ি জেলার কাশিয়ানী উপজেলার বেথুড়ি ইউনিয়ের ঘৃতকান্দী গ্রামের মানুষ কৃতজ্ঞ।
তিনি ওই গ্রামের মুক্তিযোদ্ধা বিমান কৃষ্ণ দাসের মেয়ে ও মুন্সীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন।
হ্যাপী দাস মুন্সীগঞ্জ জেলার সরকারি খাস জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে তা সর্বস্তরের সাধারণের জন্য উন্মুক্ত হিসেবে ‘ডিসি পার্ক’ নির্মাণ, ‘পতাকা ৭১’ ভাস্কর্য নির্মাণ ও জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় নির্মাণের সাথে যুক্ত থাকায় এই স্বীকৃতি পান।

এ ব্যাপারে বেথুড়ি ইউনিয়নের চেয়ারম্যান  খিরোদ রঞ্জন বিশ্বাস বলেন, ‘ঘৃতকান্দী গ্রাম একটি অজপাড়াগা। এখান থেকে গিয়ে আমাদের মেয়ে যে কৃতিত্ব দেখিয়েছেন, এটা আমার ইউনিয়নবাসীর জন্য একটি বিরাট সাফল্য। আমরা তার সাফল্য কামনা করি।’

(ঢাকাটাইমস/২৬জুলাই/এলএ)