‘গুজব রোধে জনসচেতনতার বিকল্প নেই’

প্রকাশ | ২৬ জুলাই ২০১৯, ২১:৪০

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস

‘জনগণ সচেতন হলে যে কোন ধরনের গুজব প্রতিরোধ সম্ভব। সাম্প্রতিক সময়ে পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা ও রক্ত দরকার এবং ছেলেধরা সন্দেহে অহেতুক মানুষকে পিটিয়ে মারার মত সমস্যা কেবলমাত্র সচেতনতার মাধ্যমেই দূর করা সম্ভব। এছাড়া মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহসহ বিভিন্ন সমস্যা প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই।’

ছেলেধরা সন্দেহে গনপিটুনি রোধ ও পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা এবং রক্ত লাগবে এমন গুজব প্রতিহত করতে সপ্তাহব্যাপী গণসচেতনতা কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকালে বদরপুর ইউনিয়নের খলিশাখালী ফেরিঘাট বাজারে কমিউনিটি পুলিশিং সভায় এসব কথা বলেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান।

তিনি বলেন, ‘সমাজের সচেতন নাগরিক সমাজকে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এগিয়ে আসতে হবে ও কাজ করতে হবে। সমাজের একটি কুচক্রীমহল দেশের উন্নতি সহ্য করতে না পেরে গুজব ছড়িয়ে পদ্মা সেতুর উন্নয়নসহ সরকারের অর্জন বিনষ্ট করার অপচেষ্টা করছে। এ ব্যাপারে সমাজের সকল স্তরের মানুষকে সতর্ক থাকার জন্য আহবান জানান তিনি।’

সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ারের সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুস সালাম।

স্বাগত বক্তব্য রাখেন- সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

আরও বক্তব্য দেন- বদরপুর ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান মানিক মিয়া, বড়বিঘাই ইউনিয়নের চেয়ারম্যান অহিদুজ্জামান মজনু, বদরপুর ইউপি সদস্য লক্ষন দেবনাথ প্রমুখ।

(ঢাকাটাইমস/২৬জুলাই/এলএ)