মাদ্রিদে ফরিদপুর অ্যাসোসিয়েশনের বনভোজন

জাহিদুল আলম মাসুদ, স্পেন
 | প্রকাশিত : ২৬ জুলাই ২০১৯, ২২:১৫

বৃহত্তর ফরিদপুর অ্যাসোসিয়েশন ইন মাদ্রিদের বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে। স্পেনের সর্ববৃহৎ সমুদ্র সৈকত ভ্যালেন্সিয়াতে অনুষ্ঠিত এ বনভোজন বৃহত্তর ফরিদপুরবাসীর এক মিলন মেলায় পরিণত হয়।

গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহ যখন অতিষ্ঠ স্পেনের স্পেনের জনজীবন, ঠিক তখনই এ বনভোজন সমুদ্রের নোনা জলে একদিনের জন্য প্রশান্তি এনে দেয়।

২৩ জুলাই বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস থেকে সকাল সাতটায় বাস ছেড়ে যায় সমুদ্র বন্দর ভ্যালেন্সিয়ার পথে। বৃহত্তর ফরিদপুর অ্যাসোসিয়েশন সদস্যরা ছাড়াও বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতারা এতে অংশ নেন।

যাত্রার প্রাক্কালে অ্যাসোসিয়েশনের সভাপতি এমদাদ হাওলাদার আনুষ্ঠানিকভাবে সূচনা ঘোষণা করেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আব্দুল কাদের ঢালী, আইয়ুব আলী সোহাগ, জসিম উদ্দিন প্রমুখ।

আমন্ত্রিত অতিথি ছিলেন- কমিউনিটি নেতা ও রাজনীতিবিদ দুলাল সাফা, এক্রামুজ্জামান কিরণ, আবু জাফর রাসেল, জাকিরুল ইসলাম জাকি, এফএম ফারুক পাভেলসহ অনেকে।

বৃহত্তর ফরিদপুর অ্যাসোসিয়েশন পক্ষে আয়োজকদের মধ্যে ছিলেন- শামীম, সুলতান, পলাশ, করিম খান, মাসুম, সোহেল, লোকমান, শের আলী, আবু সাইয়েদ, শহিদুল, আরিফ হক, সেলিম খান, আজম খান, সিরাজুল, হান্নান প্রমুখ।

(ঢাকাটাইমস/২৬জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :