এখনো সিরিজে টিকে আছি: তামিম

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ জুলাই ২০১৯, ১৩:৩৪ | প্রকাশিত : ২৭ জুলাই ২০১৯, ১১:৪২

বিশ্বকাপে হতাশাজনক পারফর‌ম্যান্সের ধারাবাহিতকা শ্রীলঙ্কা সফরেও। শুক্রবার স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৯১ রানে হেরেছে বাংলাদেশ। তবে, টাইগার দলপতি তামিম ইকবাল বলছেন, প্রথম ম্যাচে হারলেও তাদের সামনে এখনো সিরিজ জয়ের সুযোগ আছে।

এদিন ম্যাচ শেষে তামিম ইকবাল বলেন, ‘আমি কিছুটা সংগ্রাম করছি। যখন আমি অধিনায়ক তখন আমাকে ভালো খেলতে হবে, সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। আজ (শুক্রবার) ছেলেরা তাদের ক্যারেক্টার দেখিয়েছে। এক পর্যায়ে মনে হচ্ছিল আমাদের সামনে হয়তো ৩৫০-৩৬০ রানের টার্গেট থাকবে। আমাদের একসাথে বসতে হবে। সমস্যার সমাধান খুঁজতে হবে।’

তিনি আরো বলেন, ‘সিরিজে এখনো দুই ম্যাচ বাকি। আশা করি, সামনের ম্যাচগুলোতে আমরা ভালো করব। যে দল পেয়েছি তাতে আমি খুশি। তাদের উপর আস্থা রাখতে হবে। তাদের সামর্থ্য আছে। শুধু তাদের দায়িত্ব নিতে হবে। ভালো দিক হচ্ছে, প্রতিযোগিতায় এখনো আমরা টিকে আছি।’

বিশ্বকাপে তামিম ইকবাল ব্যর্থ ছিলেন। সিনিয়র ক্রিকেটার হিসাবে তার উপর দলের যে আস্থা ছিল তিনি তা পালন করতে পারেননি। শ্রীলঙ্কার সফরের প্রথম ম্যাচে ৫ বলে শূন্য রান করেন তামিম। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামীকাল (রবিবার)।

(ঢাকাটাইমস/২৭ জুলাই/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :