বিসিসিআইয়ের হস্তক্ষেপে যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন শামি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জুলাই ২০১৯, ১৪:১০

প্রাথমিকভাবে আটকে গিয়েছিল ভারতের তারকা পেসার মোহাম্মদ শামির যুক্তরাষ্ট্রের ভিসা। বিসিসিআই সিইও রাহুল জহুরির হস্তক্ষেপে অবশেষে মিটেছে সমস্যা। এমনটাই খবর বোর্ড সূত্রে।

বোর্ডের এক সূত্র জানিয়েছে, ‘মোহাম্মদ শামির ভিসা প্রাথমিকভাবে নাকচ করা হয়েছিল মার্কিন দূতাবাসের তরফ থেকে। কারণ হিসেবে বলা হয়েছিল, তাঁর পুলিশ রেকর্ডটি সম্পূর্ণ ছিল না। যদিও পরে দরকারি সমস্ত নথিপত্র জমা দেওয়া হয় এবং সমস্যার সমাধান হয়ে যায়।’

জানা গিয়েছে, যখন শামির ভিসা নাকচ হয়েছিল তখন সিইও রাহুল জহুরি যুক্তরাষ্ট্রের দূতাবাসে একটি চিঠি লেখেন। যেখানে তিনি জানান, শামির বিভিন্ন কৃতিত্বের কথা। সঙ্গে জানান তাঁর বিশ্বকাপে অংশগ্রহণের কথাও। পাশপাশি তিনি প্রয়োজনীয় সমস্ত নথিপত্রও দেন।

২০১৮ সালের শুরুর দিকে ঘরোয়া হিংসার অভিযোগ তুলে মোহাম্মদ শামির কাছ থেকে বিবাহ বিচ্ছেদ চান তাঁর স্ত্রী হাসিন জাহান। শুধু তাই নয়, এই অভিযোগের ভিত্তিতে শামির বিরুদ্ধে কলকাতায় এফআইআরও করেছিলেন হাসিন। সেই মামলা এখনও আদালতে বিচারাধীন।

সামনে ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। এই সিরিজের প্রথম দুইটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩ ও ৪ আগস্ট। শামি ভারতের টি-টোয়েন্টি দলে না থাকলেও ওয়ানডে ও টেস্ট দলে আছেন। টি-টোয়েন্টি ম্যাচে না থাকলেও যুক্তরাষ্ট্রের ভিসা প্রয়োজন শামির। কারণ, জ্যামাইকায় টেস্ট সিরিজ শেষ করে ভারতে ফেরার পথে যুক্তরাষ্ট্র হয়েই ফিরতে হবে তাকে।

(ঢাকাটাইমস/২৭ জুলাই/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

ঢাকায় পৌঁছেছেন টাগারদের নতুন কোচ

চিরপ্রতিদ্বন্দ্বী মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ হাতে রেখে ইন্টারের শিরোপা উৎসব

পাকিস্তানি ব্যাটারদের স্ট্রাইকরেটে গুরুত্ব দিতে বললেন শহিদ আফ্রিদি

আজ রাতে হাইভোল্টেজ মিলান ডার্বি, জিতলেই শিরোপা নিশ্চিত ইন্টারের

সবাইকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন অধিনায়ক বাবর আজম

আগামী ২ বছরের জন্য বাংলাদেশের পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখ

মিরপুর স্টেডিয়াম ঘুরে দেখলেন আইসিসির প্রতিনিধিদল

হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক আজ, আলোচনা হবে যে ইস্যুতে

কবে ঘোষণা করা হবে আসন্ন জিম্বাবুয়ে সিরিজের দল, জানালো বিসিবি

লিওঁকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপার আরও কাছে পিএসজি

এই বিভাগের সব খবর

শিরোনাম :