সুনামগঞ্জে দুইজন ডেঙ্গু আক্রান্ত শনাক্ত

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জুলাই ২০১৯, ১৫:৩৭

ডেঙ্গু জ্বরে আতঙ্কিত সুনামগঞ্জে হাওরাঞ্চলের জেলা শহরও। জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত দুইজন রোগী শনাক্ত করেছেন জেলা সদরের চিকিৎসকরা। তাদের মধ্যে একজন কলেজশিক্ষার্থী ও অপর আক্রান্তের পরিচয় প্রকাশ করেননি চিকিৎসকরা।

তবে স্থানীয়ভাবে আক্রান্ত কোন রোগী এখনও শনাক্ত হয়নি। তাই সুনামগঞ্জের মানুষকে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম জানান, সুনামগঞ্জে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুইজন রোগী চিকিৎসা সেবা নিতে হাসপাতালে এসেছিলেন। দুইজনই ঢাকা থেকে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে একজন কলেজশিক্ষার্থী। কিন্তু তার অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার উন্নত চিকিৎসার তাকে জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অপর রোগী সুনামগঞ্জ সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক বিষ্ণু প্রসাদ চন্দের তত্ত্বাবধানে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

(ঢাকাটাইমস/২৭জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :