চাঁদপুরে ৪৩ ডেঙ্গু রোগীর শনাক্ত, জনসচেতনতায় মাইকিং

প্রকাশ | ২৭ জুলাই ২০১৯, ১৮:০২

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

চাঁদপুরে ৪৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। তবে ১৫ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বাকিরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের রেকর্ড থেকে এসব তথ্য জানা গেছে।

চিকিৎসকরা জানান, বর্তমানে এ রোগের মৌসুম চলছে। সারাদেশে এ ডেঙ্গু জ্বর নিয়ে জনগণ উদ্বিগ্ন। কিন্তু এ ব্যধিটি শুধু সচেতনতার মাধ্যমে মোকাবিলা করা সম্ভব হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, চলতি মাসে অর্থাৎ শনিবার পর্যন্ত এ হাসপাতালে ৪৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বাকিরা এ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

চাঁদপুরের সিভিল সার্জন অফিস জানায়, ডেঙ্গু জ্বরে আক্রান্তের বিষয়ে পুরো জেলায় মনিটরিং চলছে। এ জেলায় এখন পর্যন্ত কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো রোগী ভর্তি হয়নি।

এদিকে গত শুক্রবার থেকে চাঁদপুর পৌরসভা এলাকায় জনগণকে সচেতন করার লক্ষ্যে মাইকিং করা হচ্ছে।

পৌরসভার স্টোর কিপার এবং মশার ওষুধ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল শেখ বলেন, নিয়মিত মশার ওষুধ প্রতিটি ওয়ার্ডে ছিটানো হচ্ছে।

(ঢাকাটাইমস/২৭জুলাই/এলএ)