কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় ১০ ডেঙ্গুরোগী ভর্তি

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জুলাই ২০১৯, ২০:৩০

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ১০ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে সরকারি হিসেবে কুষ্টিয়ায় গত ২০ দিনে ২৭ জন ডেঙ্গুরোগী শনাক্ত করা হলো।

এদের মধ্যে ছয়জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। বাকি চারজন চিকিৎসা শেষে ফিরে গেছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্র জানায়, সপ্তাহখানেক আগেও প্রতিদিন এক থেকে দুজন ডেঙ্গুরোগী শনাক্ত হচ্ছিল। তবে গত তিন দিন থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে গেছে। তিন দিন ধরে প্রতিদিন গড়ে ৫-৬ জন ডেঙ্গুরোগী শনাক্ত হচ্ছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক মোছা. নূরুন নাহার জানান, প্রচারণার কারণে রোগীরা এখন হাসপাতালে আসছেন। কেবল শুক্রবারেই ১০ জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা করে ডেঙ্গুরোগী শনাক্ত করা হচ্ছে।

ঢাকাটাইমস/২৭জুলাই/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :