ঢাকায় ডেঙ্গুতে প্রাণ গেল বেনাপোলের রুমানার

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ জুলাই ২০১৯, ২১:৪৫ | প্রকাশিত : ২৭ জুলাই ২০১৯, ২১:৩৭

ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত বেনাপোলের সিঅ্যান্ডএফ ব্যবসায়ী মেহেরউল্লাহর মেয়ে রুমানা ইয়াসমিন চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মারা গেছেন।

রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রুমানা বেনাপোল সিঅ্যান্ডএফ ব্যবসায়ী মেহেরুল্লাহর মেয়ে এবং ঢাকাস্থ বেনাপোল সমিতির উপদেষ্টা জামসেদ আলীর স্ত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, রুমানা ঢাকাতে দীর্ঘদিন বসবাস করে আসছেন। সেখানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা গত ১০ জুলাই তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৬ দিন পর তিনি মারা যান।

রুমানার শনিবার লাশ বেনাপোলের বাবার বাড়ি সাদিপুর গ্রামে আনা হয়। সেখানে আসর বাদ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

(ঢাকাটাইমস/২৭জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :