ফেনীতে ছাত্রী নিপীড়নের অভিযোগে শিক্ষক বরখাস্ত

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জুলাই ২০১৯, ২২:৩৪

ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর উচ্চ বিদ্যালয়ে ছাত্রী নিপীড়নের অভিযোগে ওই স্কুলের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার শ্রেণি কার্যক্রম চলার সময়ে ৮ম শ্রেণির এক ছাত্রীর মাথায় আঘাত করেন শিক্ষক ইসমাইল হোসেন মিয়াজী। ওই ছাত্রী বিষয়টি অভিভাবকদের জানালে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঞাকে অবহিত করেন।

নির্বাহী কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

একপর্যায়ে স্কুল পরিচালনা পর্ষদ জরুরি সভা ডেকে ইসমাইল হোসেন মিয়াজীকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেন।

ঘটনা তদন্তের জন্য স্কুল পরিচালনা পর্ষদ সদস্য আবদুল হক, হায়াতুল্লাহ, সৈয়দ আহমদ, শাহআলম ও শিক্ষক প্রতিনিধি রাবেয়া আক্তারকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

স্কুল পরিচালনা পর্ষদ সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন জানান, ঘটনাটি তদন্ত করতে কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে কারণদর্শানোর জন্য ওই শিক্ষককে নোটিশ দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৭জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :