ভালুকায় শিশু ফারজানা হত্যায় বিচার দাবি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জুলাই ২০১৯, ১৩:৪৯

ময়মনসিংহের ভালুকায় পাঁচ বছরের শিশু ফারজানা আক্তারকে হত্যায় প্রকৃত দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘ভালুকার প্রতিবাদী যুবসমাজ’-এর ব্যানারে রবিবার সকালে ভালুকা-গফরগাঁও সড়কের উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে নিহত ফারজানার বাবা ফজলুল হক ওরফে ফজু মিয়া বলেন, ‘চাচির পরকীয়া সম্পর্ক দেখে ফেলায় আমার মেয়ে খুন হয়, আমি গরিব বলে ঘটনার নয় মাস পার হলেও এখনও আমার মেয়ে হত্যার বিচারের কোন অগ্রগতি করতে পারিনি। পুলিশ এখনও মামলার চার্জশিট দেয়নি। মূল খুনিরা রয়েছে ধরা-ছোঁয়ার বাইরে। প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে খুনিরা, তারা আমাকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। একজন রয়েছে দেশের বাইরে। আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। এ হত্যার সাথে বেশ কয়েকজন জড়িত থাকলেও গ্রেপ্তার হয় মাত্র দুজন। আসামিরা অল্প কয়েকদিন হাজতবাস করার পর জামিনে এসে মামলা তুলে নিতে আমাকে নানারকম হুমকি দিচ্ছে।’

ঘটনার প্রায় নয় মাস পার হলেও পুলিশ এখনও ওই চাঞ্চল্যকর মামলাটির চার্জশিট না দেয়ায় ও প্রকৃত খুনিরা ধরা-ছোঁয়ার বাইরে থাকায় মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহাম্মেদ সুজন ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘অভ্যুদয়’-এর সভাপতি আসাদুজ্জামান সুমনের আহ্বানে আয়োজিত মানববন্ধনে আরো ছিলেন- এ্যাপোলো কলেজের অধ্যক্ষ এ.আর.এম শামছুর রহমান লিটন, ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস.এম শাহশাহান সেলিম, সাধারণ সম্পাদক ফিরোজ খাঁন, জয়বাণী পত্রিকার সম্পাদক আ.খ.ম রফিকুল ইসলাম, বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শামিউল হক শামিম, আসাদুজ্জামান মিষ্টি, প্রভাষক আনোয়ার হোসেন তরফদার, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম, ভালুকা ক্লাবের সভাপতি সুমন খাঁন, ‘অভ্যুদয়’ সাধারণ সম্পাদক জুনায়েত হোসেন রিপেল প্রমুখ।

প্রসঙ্গত, গত বছরের নয় নভেম্বর উপজেলার পাঁচগাঁও গ্রামে নিখোঁজের ১০ ঘণ্টা পর বাড়ির পাশের একটি জঙ্গল থেকে অর্ধ ঝুলন্ত ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।

(ঢাকাটাইমস/২৮জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :