‘গুজব ছড়াবেন না’, গণসচেতনতা পুলিশ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
 | প্রকাশিত : ২৮ জুলাই ২০১৯, ১৪:৫৬

‘পদ্মাসেতু নির্মাণে মানুষের মাথা বা কল্লা লাগবে’- সামাজিক যোগাযোগ গণমাধ্যমে এমন গুজব ছড়াবেন না, আইন হাতে তুলে নেবেন না। ছেলেধরা সন্দেহে কাউকে বা কোনো মানুষকে গণপিটুনি ও নির্যাতন করবেন না সহ গুজববিরোধী বিভিন্ন শ্লোগানে টাঙ্গাইলের ভূঞাপুর থানা পুলিশের উদ্দ্যোগে সচেতনমূলক পথ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার গণসচেতনতা সপ্তাহ উপলক্ষে সকাল ১০টায় থানা চত্বর থেকে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক বর্ণাঢ্য র‌্যালি করা হয়। এতে অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ।

আলোচনা সভা ও র‌্যালিতে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম, পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন, ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লাল মাহমুদ প্রমুখ।

আলোচনায় বক্তরা বলেন, গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা রাষ্ট্রবিরোধী কাজের শামিল। গুজবে বিভ্রান্ত হয়ে ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনি দেবেন না। এছাড়া যেকোনো প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করতে বলা হয়।

ঢাকাটাইমস/২৮ জুলাই/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :