‘জনগণ ঐক্যবদ্ধ হলেই নারী-শিশু নির্যাতন থাকবে না’

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
 | প্রকাশিত : ২৮ জুলাই ২০১৯, ১৮:৪৩

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, ‘নারী ও শিশুদের প্রতি নিয্যাতন বন্ধে অনেকগুলো আইন করা হয়েছে। শুধু আইন করে আর সরকারের পক্ষে নির্যাতন বন্ধ করা সম্ভব নয়। এর জন্য দরকার জনগণের ঐক্যবদ্ধ হওয়া।’

রবিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সবাই যদি ঐক্যবদ্ধ হয়, কাজ করে এবং জনমত গড়ে তোলা হয়- তাহলে এসব নির্যাতনের ঘটনা আর থাকবে না।’

এর আগে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুস্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা জানান প্রতিমন্ত্রী।

পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় সংরক্ষিত মহিলা আসনের এমপি নার্গিস আক্তার, মুন্সিগঞ্জের মীরকাদিম পৌরসভার মেয়র সহিদুল ইসলাম শাহীন, ভারপ্রাপ্ত জেলা প্রসাশক আব্দুল্লাহ আল বাকী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৮জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :