ময়মনসিংহে অগ্নিনির্বাপন ব্যবস্থাপনা নিয়ে গোল টেবিল বৈঠক

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জুলাই ২০১৯, ২২:১৯

ময়মনসিংহে ‘অগ্নিনির্বাপন ব্যবস্থাপনা ও নাগরিক নিরাপত্তা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী জেলা পরিষদ মিলনায়তনে এ বৈঠক হয়। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজনৈতিক ফেলো অ্যাসোসিয়েশন-ময়মনসিংহ এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ময়মনসিংহ অঞ্চলের সহকারী পরিচালক দিনমনি শর্মা কর্মশালায় বক্তাদের সুপারিশ বাস্তবায়নের আশ্বাস দেন।

বৈঠকে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, সিটি করপোরেশনের বস্তি উন্নয়ন ও সমাজকল্যাণ কর্মকর্তা উম্মে হালিমা, নিরাপদ সড়ক চাই আন্দোলন ময়মনসিংহ জেলার সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্না, দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ সম্পাদক মাহমুদুল হাসান রতন, বিভাগীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কবি স্বাধীন চৌধুরী, জয়যাত্রা টেলিভিশনের জেলা প্রতিনিধি এ কে এম আসাদুজ্জামান পাইলট, ক্যাবের জেলা সাংগঠনিক সম্পাদক জিএম রহমান ফিলিপ, বিএনপির মহিলাবিষয়ক সম্পাদিকা ফরিদা ইয়াসমিন পারভীন, মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রতন, মহিলা আওয়ামী লীগ নেত্রী নূরজাহান মিতু, যুব মহিলালীগের নেত্রী মাহমুদা মলি, ফৌজিয়া ইশরাত ফ্লোরা, জাতীয় পার্টির ফেলো শরীফুল ইসলাম।

স্বাগত বক্তব্য দেন- বিএনপির ফেলো ও মাস্টার ট্রেইনার জাহিদ হোসেন উৎপল।

অগ্নিনির্বাপন ব্যবস্থাপনা ও নাগরিক নিরাপত্তা বিষয়ে ধারণাপত্র উপস্থাপনা করেন আওয়ামী লীগের ফেলো ও মাস্টার ট্রেইনার সুমন চন্দ্র ঘোষ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির মাস্টার ট্রেইনার জামাল উদ্দিন।

গোলটেবিল বৈঠকে আওয়ামী লীগ বিএনপি, জাতীয় পার্টির রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৮জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :