সেবকরা কীভাবে ভিআইপি হন?

প্রকাশ | ২৯ জুলাই ২০১৯, ১৭:০৪

ড. আসিফ নজরুল

বাংলাদেশের সংবিধান অনুসারে সরকারি কর্মকর্তারা হচ্ছে জনগণের সেবক। সংবিধানের ২১ (২) অনুচ্ছেদ অনুসারে ‘সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য’। আর সংবিধানের ৭ অনুচ্ছেদ অনুসারে জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক। 

সেবকের স্থান কীভাবে মালিকের উপরে হয়? সেবকরা কীভাবে ভিআইপি হয়?

একজন সেবকের (যুগ্ম সচিব নামক) ফেরি পারাপারের জন্য ঘণ্টার পর ঘণ্টা দেরি করতে গিয়ে কেন প্রাণ যাবে গুরুতর আহত এক শিশুর? ওই যুগ্ম সচিব, মাদারীপুরের জেলা প্রশাসক, আর ফেরিঘাটের সব সরকারি লোকজন মিলে শিশুটিকে আসলে হত্যা করেছেন। কারণ যেকোনো সাধারণ বিবেচনাসম্পন্ন মানুষের জানার কথা যে ফেরিঘাটে গুরুতর অসুস্থ বা আহত মানুষ বা বৃদ্ধ কেউ থাকতে পারে, দেরি হলে মারা যাওয়ার ঘটনা ঘটতে পারে।

যদি ন্যূনতম ন্যায়বিচার থাকে এদেশে, আমরা এদের বিচারের মুখোমুখি হতে দেখবো। দেখবো এসব ভিআইপি ব্যবস্থা যে অসাংবিধানিক সে সম্পর্কে ঘোষণা।

তিতাসের পিতামাতার জন্য গভীর সমবেদনা। জানি না, এ শিশুর মৃত্যুর পরও লজ্জা হবে কি না ভিআইপি নামধারী এসব অমানুষের!

 লেখক: শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়