চুয়াডাঙ্গায় দুই চোরাকারবারি আটক, মদ-গাঁজা উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জুলাই ২০১৯, ২০:১১

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। এ সময় উদ্ধার হয়েছে সাড়ে সাত কেজি গাঁজা ও ৮০ বোতল ভারতীয় মদ।

সোমবার দিনভর তিনটি পৃথক অভিযানে এসব মালামাল উদ্ধার করে ৬-বিজিবি সদস্যরা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, বিজিবির একটি দল সোমবার সকালে জেলার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী পীরপুরকুল্লা গ্রামে অভিযান চালায়। এ সময় গ্রামের সীমান্তঘেষা একটি রাস্তার পাশ থেকে আটক করা হয় ওই গ্রামের ছোরাত আলীর ছেলে সেলিম (২৯) ও ফরিদপুর জেলার ভাংগা উপজেলার পুকুরহাটি গ্রামের খলিলুর রহমানের ছেলে আলামিন শেখ (৩২) কে। তাদের দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ৫ কেজি ৫শ গ্রাম গাঁজা।

বিজিবির অপর দুটি দল দামুড়হুদা উপজেলার ফুলবাড়ী গ্রামের একটি মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ২ কেজি গাঁজা ও একই গ্রামের মালিতাপাড়া মাঠ থেকে ৮০ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক সাজ্জাদ সরোয়ার (পিএসসি) জানান, আসন্ন কোরবানিকে সামনে রেখে সীমান্তবর্তী একটি চক্র তৎপর হয়ে উঠেছে। আটককৃত দুই চোরাচালানি ও উদ্ধারকৃত গাঁজা ও মদ বিকালে মামলাসহ দামুড়হুদা থানাতে হস্তান্তর করেছে বিজিবি।

ঢাকাটাইমস/২৯জুলাই/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :