পাবনায় অবিক্রীত দুধ সড়কে ঢাললেন খামারিরা

প্রকাশ | ২৯ জুলাই ২০১৯, ২১:০৫ | আপডেট: ২৯ জুলাই ২০১৯, ২১:১০

পাবনা প্রতিনিধি

বিভিন্ন প্রতিষ্ঠান দুধ সংগ্রহ বন্ধ রাখায় পাবনার দুগ্ধ খামারিরা মানববন্ধন ও সড়কে দুধ ঢেলে প্রতিবাদ জানিয়েছেন।

আজ সোমবার দুপুরে শতাধিক দুগ্ধ খামারি ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। পরে তারা রাস্তায় দুধ ঢেলে দুধ সংগ্রহ বন্ধের প্রতিবাদ জানান।

মানববন্ধনে বলা হয়, এ উপজেলায় প্রতিদিন গড়ে ৫০ হাজার লিটারের বেশি দুধ উৎপাদন হয়। এসব দুধ কেনে বিভিন্ন দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠান। এখন তারা  দুধ নিচ্ছে না বলে বিপাকে পড়েছেন দুগ্ধ খামারিরা।

মানববন্ধনে খামারিদের হাতে থাকা ফেস্টুনে ‘দুধ সংগ্রহ করতে হবে’ ‘নিরীহ দুগ্ধখামারিদের আজ সংকট কেন, জবাব চাই’ স্লোগান।  মানববন্ধন শেষে খামারিরা বিক্রি না হওয়া দুধ রাস্তায় ঢেলে দেন।

অতি দ্রুত দুধ সংগ্রহের ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয় মানববন্ধনে।

মানববন্ধনে বক্তব্য দেন খামারি আলকাজ হোসেন, খামারি জুয়েল, আবু সাইদ, আমজাদ, আলামিন প্রমুখ।

দুধ সংগ্রহ না করার বিষয়ে মিল্ক ভিটার ভাঙ্গুড়া চিলিং সেন্টারের ব্যবস্থাপক আশরাফুজ্জামান বলেন, মিল্ক ভিটা, আড়ং, প্রাণ, আকিজ ও বারো আউলিয়া নামে দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো এ উপজেলা থেকে প্রতিদিন ৫০-৬০ হাজার লিটার দুধ সংগ্রহ করত। মূলত হাইকোর্টের নির্দেশনার কারণে তারা বর্তমানে দুধ সংগ্রহ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন।

দেশে মিল্কভিটা, প্রাণ, আড়ংসহ ১৪টি কোম্পানির পাস্তুরিত দুধে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অ্যান্টিবায়োটিকসহ নানা উপাদান পাওয়ায় এসব কোম্পানির দুধ উৎপাদন, বিপণন ও বিক্রির ওপর পাঁচ সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট।

রবিবারের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করলে আজ সোমবার উচ্চ আদালত মিল্ক ভিটা দুধের ওপর নিষেধাজ্ঞা আট সপ্তাহের জন্য স্থগিত করে। ফলে এই কোম্পানির দুধ বিক্রিতে বাধা নেই। তবে এই আদেশ অন্য কোম্পানিগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। 

ঢাকাটাইমস/২৯জুলাই/মোআ