রামপাল নিয়ে ব্যালেন্স করতে হচ্ছে: পরিকল্পনামন্ত্রী

প্রকাশ | ২৯ জুলাই ২০১৯, ২১:০৭

অর্থনৈতিক প্রতিবেদক

রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে বিভিন্ন মহল থেকে সরকারকে কথা শুনতে হয় মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘সুন্দরবন আমাদের ঐতিহ্য, সম্পদ। আমরা এ নিয়ে সতর্ক আছি। একটা ব্যালেন্স আমাদের করতে হচ্ছে। সুন্দরবনের কিছুই কাটা হবে না।’

আজ সোমবার রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ ন্যাশনাল কমিটি অব আইইউসিএন প্লাটফর্ম ফর সাসটেইনেবল বায়োডাইভার্সিটি কনভারসেশন’ শীর্ষক এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সুন্দরবন আমাদের প্রকৃতির দান। আমরা বিশ্বাস করি, প্রকৃতিকে যদি আমরা থাকতে দিই তার মতো করে, অহেতুক নাড়াচাড়া না করি, তাহলে প্রকৃতি আমাদের ওপর সদয় হবে। তাই অহেতুক নাড়াচাড়া আমরা করি না।’

এ সময় পরিকল্পনামন্ত্রী অভযোগ করেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে জাতিসংঘসহ উন্নত দেশগুলো তহবিল দেয়ার কথা বললেও তা সঠিকভাবে দেয় না। উন্নত বিশ্বের দেশগুলোকে জলবায়ুর বিরূপ প্রভাবের জন্য দায়ী করে মন্ত্রী বলেন, ‘আমরা এডাপ্ট (খাপ খাইয়ে) করে প্রকৃতির সঙ্গে থাকতে চাই। সেটাই বাংলাদেশ সরকারের মূলনীতির দিক।’

(ঢাকাটাইমস/২৯জলাই/মোআ)