কিশোরগঞ্জে উদ্বেগজনকভাবে বাড়ছে ডেঙ্গু রোগী

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জুলাই ২০১৯, ১৬:৪৭

কিশোরগঞ্জে উদ্বেগজনকভাবে বাড়ছে ডেঙ্গু রোগে আক্রান্তদের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হন ১৮ জন। এ নিয়ে জেলার ১৩টি উপজেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১০ জনে। আক্রান্তরা বেশিরভাগই ঢাকা থেকে এসেছেন বলে জানান চিকিৎসকরা।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, গত সোমবার দুপুর পর্যন্ত কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ২৩ জন, বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জনসহ জেলার বিভিন্ন হাসপাতালে ৪৬ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে অবস্থার অবনতি হওয়ায় গত রবিবার তিনজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

এ দিকে সদর হাসপাতালে অন্য রোগীদের সঙ্গে ডেঙ্গু রোগীদের রাখা হচ্ছিল। তবে সিভিল সার্জনের নির্দেশে গত রবিবার থেকে ডেঙ্গু রোগীদের মশারির ভেতর আলাদা রাখা হচ্ছে।

(ঢাকাটাইমস/৩০জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :