রাজশাহীতে বিশ্ব মানবপাচার বিরোধী দিবস পালন

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ৩০ জুলাই ২০১৯, ১৭:৪৪

‘সরকার ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ: মানবপাচার প্রতিরোধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বিশ্ব মানবপাচার বিরোধী দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার বিভাগীয় এই শহরে র‌্যালি, মানববন্ধন, আলোচনা ও গম্ভীরার আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা সচেতন ও ইংল্যান্ডভিত্তিক আর্ন্তজাতিক সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশ যৌথভাবে এই কর্মসূচি পালন করে।

সকালে নগরীর পিএন উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের করা হয়। পরে জিরোপয়েন্টে গিয়ে র‌্যালিটি শেষ হয়। সেখানে মানববন্ধনের আয়োজন করা হয়। পরে বড়কুঠি মুক্তমঞ্চে আলোচনা সভা ও গম্ভীরার আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে পরিবর্তন, এসিডি, ব্লাস্ট, ওয়ার্ল্ড ভিশনসহ বিভিন্ন সংস্থা অংশগ্রহণ করে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সচেতনের প্রকল্প সমন্বয়কারী মাহমুদ-উন-নবী, জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রোজেক্ট অফিসার হাসিবুল হাসান পল্লব, পরিবর্তনের পরিচালক রাশেদ রিপন প্রমুখ। তারা মানবপাচার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

(ঢাকাটাইমস/৩০জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :