বগুড়ায় মশা নিধনে সাত দিনের ওষুধ ছিটানো কর্মসূচি শুরু

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১৯:০৬ | প্রকাশিত : ৩০ জুলাই ২০১৯, ১৮:৪২

বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির উদ্যোগে এডিস মশা নিধনের জন্য সাত দিনব্যাপী ওষুধ ছিটানো কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টায় সংগঠনের কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঁঞা।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘এডিস মশার বংশবৃদ্ধি রোধে আমাদের নিজেদেরই সচেতন হতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে যাতে বাড়ির ভেতরে-বাইরে কোথাও পানি জমে না থাকে।’

ট্রাক মালিক সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি সমাজের অন্যদেরও এমন উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

সংগঠনের সভাপতি আব্দুল মান্নান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও ডা. শফিক আমিন কাজল।

সভাপতির বক্তব্যে আব্দুল মান্নান আকন্দ বলেন, ‘আমরা সবাই যদি চেষ্টা করি- তাহলে অবশ্যই এডিস মশা এবং ডেঙ্গু রোগ থেকে দূরে থাকতে পারব। পুরো শহরের এডিস মশা সম্পূর্ণভাবে নিধন না করা পর্যন্ত আমরা চেষ্টা করব আমাদের কর্মসূচি চলমান রাখার। পৌরসভার ২১টি ওয়ার্ডে তিনজন করে কর্মী এই ওষুধ ছিটাবেন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সদর থানার ওসি এসএম বদিউজ্জামান, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার ও ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মণ্ডলসহ আরো অনেকে।

(ঢাকাটাইমস/৩০জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :