‘খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে মাদক নির্মূল সম্ভব’

বিশেষ প্রতিনিধি, ফরিদপুর
 | প্রকাশিত : ৩০ জুলাই ২০১৯, ১৯:৪০

‘খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল করা সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার বিকালে ‘খন্দকার মোশাররফ হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ফরিদপুর সদর উপজেলার উপজেলা পরিষদের উদ্যোগে কোমরপুর এমএ আজিজ একাডেমির মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ বলেন, ‘যুব ও তরুণ সমাজের মাঝে খেলাধুলার বিস্তার করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। বতর্মানে শিক্ষার্থীদের জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাসবাদ থেকে দূরে রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। আর সেই লক্ষ্যেই সরকার প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসক অতুল সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, উপজেলা চেয়ারম্যান রাজ্জাক মোল্লা জেলা আ.লীগ সভাপতি সুবল চন্দ্র সাহা প্রমুখ।

প্রধান অতিথি আরো বলেন, ‘খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক, বাল্যবিয়ে, জঙ্গিবাদ ও সন্ত্রাসসহ সকল অন্যায় থেকে দূরে রাখতে। তাই সবাইকে খেলাধুলার প্রতি বেশি মনোযোগ দিতে হবে এবং খেলাধুলার আয়োজন আরও বাড়াতে হবে। আপনারা ভবিষ্যতে আরও খেলার আয়োজন করবেন, আমার পক্ষ থেকে সকল সহায়তা থাকবে। ভাল কাজে আমি সর্বদা পাশে থাকি এবং আজীবন পাশে থাকব।’

তিনি বলেন, ‘শারীরিক গঠন ও মানসিক বিকাশে ক্রীড়ার কোনো বিকল্প নেই। তাই সমাজের প্রতিটি শিশু-কিশোরের জন্যই খেলাধুলার ব্যবস্থা রাখা প্রয়োজন। তাছাড়া খেলাধুলার মাধ্যমে একজন মানুষ নিজেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে পারে। বাংলাদেশের হয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যারা আজ ত্রীড়াঙ্গন মাতাচ্ছে তারা প্রায় সকলেই গ্রামের ছেলে। তাই চেষ্টা করলে তোমরাও একদিন সে পর্যায়ে যেতে পারবে বলে আমি আশা করছি।’

ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় কানাইপুর একাদশ ও মাচ্চর একাদশ দল দুটি অংশ নেয়।

(ঢাকাটাইমস/৩০জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :