শেষ ম্যাচে জয় চান তামিম

ক্রীড়া ডেস্ক, ঢাকাঢাইমস
 | প্রকাশিত : ৩০ জুলাই ২০১৯, ২০:১৫

শ্রীলঙ্কা সফরে প্রথম দুই ম্যাচে বলতে গেলে লড়াই করতেই পারেনি বাংলাদেশ। ৯১ রান আর ৭ উইকেটের হারে সিরিজ এরই মধ্যে শেষ। বুধবার শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে নামতে হবে তামিম-মুশফিকদের। বাংলাদেশ কি লজ্জা এড়াতে পারবে?

ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল যথেষ্ট আশাবাদী। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমরা এরই মধ্যে সিরিজ হেরে গেছি। শেষ ম্যাচে নিজেদের প্রমাণ করতে পারলে, ভালো খেলে জিততে পারলে অন্তত সান্ত্বনা পাবো। দেশের মানুষ অনেক আশা নিয়ে আমাদের জয় দেখার অপেক্ষায় আছে। তাই এই ম্যাচ জেতা আমাদের জন্য জরুরি।’

সিরিজ হারের পেছনে তার ব্যাখ্যা, ‘প্রথম দুই ম্যাচে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই আমরা কিছু না কিছু ভুল করেছি। যেমন ব্যাটিংয়ে শুরুটা প্রত্যাশিত হয়নি। নিয়ন্ত্রিত বোলিং করতে পারিনি। ফিল্ডিংও মানসম্মত হয়নি। দুই ম্যাচে ব্যর্থতার পেছনে সবারই দায় আছে।’

বিশ্বকাপে ৮ ম্যাচে ২৯.৩৭ গড়ে ২৩৫ রান করা তামিম শ্রীলঙ্কা সফরে চরম ব্যর্থ। প্রথম ম্যাচে শূন্য হাতে ফেরার পর দ্বিতীয় ম্যাচে তার অবদান ১৯। দুই ম্যাচেই বোল্ড হয়েছেন তিনি। এর আগে বিশ্বকাপের শেষ চার ম্যাচেও বল আঘাত করেছিল তার স্টাম্পে। টানা ছয় ম্যাচে বোল্ড হয়ে নিজের ওপরেই বিরক্ত বাংলাদেশের সেরা ওপেনার, ‘প্রতিদিনই মনে হয় আজকেই হয়তো ভালো ইনিংস খেলবো। কিন্তু কোনও কারণে ইনিংস বড় করতে পারছি না। শেষ ছয় ইনিংসে যেভাবে আউট হয়েছি সেটা আমার জন্য ভীষণ হতাশার।’

(ঢাকাটাইমস/৩০জুলাই/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :