চিকিৎসক যখন পরিচ্ছন্নতা কর্মী!

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
 | প্রকাশিত : ৩০ জুলাই ২০১৯, ২৩:০০

ময়মনসিংহে সিটি করপোরেশনের আওতাধীন নগরীর মাসকান্দা পলিটেকনিক মোড় থেকে মাসকান্দা বাস টার্মিনাল পর্যন্ত বড় রাস্তার পাশে একটি ড্রেন। এই ড্রেনটি ১০ বছর যাবত ব্যক্তি উদ্যোগে পরিষ্কার করে আসছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যাপক কাজল কান্তি চৌধুরী।

স্থানীয় বাসিন্দা ইঞ্জিনিয়ার কাওসার আহমেদ এ দৃশ্যটি দেখছেন দুই বছর ধরে। সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে তিনি লিখেন, ‘আমি প্রায় দুই বছর যাবত দেখতেছি। তিনি ৪-৫ দিন পরপরই একাই প্রায় ১ কিলোমিটার এই ড্রেনটি ভালোভাবে পরিষ্কার করেন।’

তিনি্ আরো লিখেছেন, ‘আমি প্রথমে ভেবেছিলাম ওনি হয়তো সিটি করপোরেশনের কোন কর্মী। কিন্তু শুনলাম, উনি নাকি ময়মনসিংহে মেডিক্যাল কলেজের একজন প্রফেসর। পরে আর সাহস করে কথা বলা হলো না। আসলে একটা জিনিস দেখলাম, ওনার মত করে যদি আমরা এইরকম ছোট্ট পরিসরে চিন্তা করি, আজ দেশটা সোনার দেশে পরিবর্তন হয়ে যেত। এমন কাউকে দেখলে গর্বে বুকটা ভরে যায়।’

সিটি করপোরেশন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ইঞ্জিনিয়ার কাওসার লিখেন, ‘এখানে বৃষ্টি হলে প্রচুর পানি ও ময়লা জমে- যা মাসকান্দা আমিরাবাদ এলাকার লোকজন এর ভুক্তভোগী। একটু নজর দিলে হয়ত ময়লা পানি জমবে না। আর প্রফেসর আংকেলের হয়তো আর পরিশ্রম করতে হবে না।’

অপ্রিতা পূজা লিখেছেন, ‘শ্রদ্ধা ও ভালোবাসা নিরন্তর এমন একজন মহৎ মানুষের জন্য।’

বিশ্বজিৎ কর্মকার লিখেন, ‘তিনি দীর্ঘদিন যাবত এমন পবিবেশবান্ধব কাজ করে আসছেন। তারপরও আমরা শিক্ষা নেইনি। প্রতিনিয়ত পরিবেশ দূষণের মতো নেতিবাচক কাজ করেই যাচ্ছি। এমন একজন ডা. কাজল কান্তি স্যার দিয়ে পরিবেশ দূষণমুক্ত হবে না। পরিবেশ দূষণমুক্ত করার জন্য সচেতনতা প্রয়োজন। কিন্তু দুঃখজনক হলেও সত্য আমি নিজেসহ অধিকাংশ ময়মনসিংহবাসী সচেতন না। যদিও আমি নিজে এমন ইতিবাচক মন্তব্য করার উপযুক্ত ব্যক্তি নই। কারণ আমার দ্বারাও কোন না কোনভাবে পরিবেশ দূষণ হচ্ছে। তবে সচেষ্ট থাকব পরিবেশ দূষণের মতো এমন নেতিবাচক কাজ থেকে নিজেকে বিরত রাখতে।’

(ঢাকাটাইমস/৩০জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :