কালো ব্যাজ পরে খেলবে টাইগাররা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ জুলাই ২০১৯, ০৮:৩১

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবিরের প্রতি শ্রদ্ধা জানাতে শ্রীলংকা সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ কালো ব্যাজ পরে মাঠে নামবে টাইগাররা। দীর্ঘদিন যাবৎ মরণব্যাধি ক্যানসারে ভোগা কবির (৭৫) সোমবার রজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচে কালো ব্যাজ ধারণ করে খেলতে নামবে বাংলাদেশ দল।

১৯৭৭ সালে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) একটি দল তিন দিনের আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশ সফর করে। তৎকালীন ঢাকা স্টেডিয়ামে (বর্তমান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম) এটি ছিল বিদেশি কোনো দলের বিপক্ষে বাংলাদেশ দলের প্রথম ম্যাচ। ওই প্রথম ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করেন শামীম কবির। ওপেনার হিসেবে ওই ম্যাচের দুই ইনিংসে ৩০ ও ২৫ রান করেন তিনি।

১৯৪৫ সালে নরসিংদীতে জন্ম নেওয়া শামীম কবিরের আসল নাম আনোয়ারুল কবির। ১৯৬১ সালে পূর্ব পাকিস্তানের হয়ে করাচি গ্রিন ক্রিকেট দলের বিপক্ষে প্রথমবারের মত প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে নামেন তিনি। ১৯৬৪ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম হাফ-সেঞ্চুরির ইনিংস খেলেন শামীম কবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে পিআইএ’র শক্তিশালী বোলিং অ্যাটাকের বিপক্ষে ম্যাচের প্রথম ইনিংসে ৬৪ রান ছিলো প্রথম শ্রেণির ক্রিকেটে তার প্রথম হাফ-সেঞ্চুরি। ক্রিকেট ক্যারিয়ারে ১৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন শামীম কবির। ১৭ দশমিক ৮৬ গড়ে ৪১১ রান করেন তিনি।

খেলোয়াড়ী জীবন শেষে সম্পৃক্ত হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। ১৯৮২ ও ১৯৮৬ সালের আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্বও পালন করেন শামীম কবির। ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৯৯ সালে জাতীয় পুরস্কার পান এই কিংবদন্তি খেলোয়াড়।

(ঢাকাটাইমস/৩১ জুলাই/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত গতিমানব উসাইন বোল্ট

বার্সাতেই থাকছেন জাভি!

২৬ এপ্রিল থেকে ক্যাম্প শুরু টাইগারদের, প্রবেশ নিষেধ গণমাধ্যমের

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :