ভারতকে হারাল টাইগার যুবারা

ক্রীড়া ডেস্ক, ঢকাটাইমস
| আপডেট : ৩১ জুলাই ২০১৯, ০৯:২৭ | প্রকাশিত : ৩১ জুলাই ২০১৯, ০৯:০৩

ত্রিদেশীয় সিরিজে জয়ের ধারা অব্যাহত বাংলাদেশের। সিরিজে মঙ্গলবার ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বৃষ্টি আইনে ২ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এর আগের ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছিল টাইগার যুবারা। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১ আগস্ট, প্রতিপক্ষ ইংল্যান্ড।

সিরিজে বাংলাদেশ এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে। ৫ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে ভারত রয়েছে দ্বিতীয় অবস্থানে। চার ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে স্বাগতিক ইংল্যান্ড রয়েছে তৃতীয় অবস্থানে।

এদিন বিলেরিকেতে অনুষ্ঠিত ম্যাচটি প্রথমে বৃষ্টির কারণে কমিয়ে ৩৬ ওভার করা হয়। ভারত টস হেরে ব্যাট করতে নেমে ৩৬ ওভারে ৫ উইকেটে ২২১ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন ধ্রুব জুরেল। ৫৩ রান করেন কানপিলেবার। ওপেনার কামরান ইকবাল করেন ৪৪ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেন শরিফুল ইসলাম।

পরে বৃষ্টির কারণে বাংলাদেশের সামনে লক্ষ্যমাত্রা ছিল ২১৮ রান। ৩১.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে জয় পায় টাইগার যুবারা। দলের পক্ষে ৪৫ বলে ৫১ রান করেন পারভেজ হোসেন ইমন। ৩৬ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক আকবর আলী। ১৯ বলে ২২ রান করেন শামীম হোসেন। ভারতের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন সুশান্ত মিশ্র। ৭ ওভারে ৩৩ রান দিয়ে একটি উইকেট নিয়ে ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার পান বাংলাদেশের শাহীন আলম।

(ঢাকাটাইমস/৩১ জুলাই/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :