একজনকে বাঁচাতে আরও পাঁচজনের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১২:৪৬ | প্রকাশিত : ৩১ জুলাই ২০১৯, ১১:৩৪

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া একজনকে বাঁচাতে গিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও তিনজন।

বুধবার সকাল উপজেলার জাফরপুর এলাকার নিখিল চন্দ্রের বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন শামীম, প্রীতম ও ভুট্টো লাল। বাকি হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

ছয়জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায়। ঢাকাটাইমসকে ওসি জানান, সকালে নিখিল চন্দ্রের বাড়ির সেপটিক ট্যাংকের ঢাকনা খুলতে গিয়ে একজন পড়ে যান। তাকে উদ্ধার করতে গিয়ে একে একে আরও আটজন ট্যাংকটির ভেতরে পড়ে যান।

স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে ছয়জনকে মৃত অবস্থায় উদ্ধার করে। এছাড়া অসুস্থ তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ আনার জন্য ঘটনাস্থলে গেছে।

ঢাকাটাইমস/৩১জুলাই/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :